– এম এ মামুন
কার গুটি কে চালছে রে ভাই
যা ইচ্ছে তাই বলছে।
আমজনতা এসব শুনে
নানান কথায় বলছে।
ভোটের মাঠে ভোট নিয়ে
কায়দা-কানুন শিখছে,
প্রতিপক্ষের করতে ঘায়েল
মিছিল মিটিং চলছে।
কীভাবে ভোট বাক্সে যাবে
কায়দা শিখায় নেতায়,
জিতবে না যে টাকার শোকে
বলবে ভোট সুষ্ঠু নাই।
খবর: (আলমডাঙ্গা পৌরসভার নির্বাচন)