– এম এ মামুন
শিক্ষা জাতির মেরুদণ্ড
জাতির ভবিষ্যৎ,
শিক্ষাঙ্গনে শিক্ষা নিয়ে
নানান অভিমত।
মন্ত্রী মহাশয় বোঝেন বেশি
তাইতো সেশনজট,
সরকার বাবু বুঝলেন ভালো
তাই ছাত্রে ঘেরে পথ।
আন্দোলনে পরীক্ষার জন্য
সকল শিক্ষার্থীর দল,
শিক্ষামন্ত্রী জায়গায় বসেই
নাড়ান যাদুর কল।
খবর: (পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন)