প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার নাটুদাহ ইউনিয়ন পরিষদে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে নাটুদাহ ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদকব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। যারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবে, তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুডহুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আলম। এ ছাড়া সমাবেশে নাটুদাহ পুলিশ ক্যাম্পের এএসআই আ. গালাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন নাটুদাহ পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান।