নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় শিশু লামমিম ফিরে পেল বাবার আদর। দামুড়হুদা উপজেলার-বেড়বাড়ী গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. নাজিম উদ্দিনের (২৮) সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আল আমিনের মেয়ে হালিমা খাতুনের (২৪) বিয়ে হয় ৩ বছর আগে। চার মাস পূর্বে পারিবারিক কারণে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পরিবার সিদ্ধান্ত নেয় বিবাহ বিচ্ছেদের। কিন্তু হালিমা খাতুন ৮ মাস বয়সী পুত্র সন্তানের কথা ভেবে তাঁর স্বামীর সঙ্গে আবার সংসার করার জন্য জেলা পুলিশের উইমেন সাপোর্ট সেন্টারে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত আবেদন করেন। এরপর গতকাল বুধবার দুই পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়। এ সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম নাজিম উদ্দিন ও হালিমা খাতুনসহ পরিবারের সবাইকে বুঝিয়ে তাঁদের সংসার আবার জুড়ে দেন।