চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাজিম-হালিমার সংসার জোড়া লাগালেন এসপি জাহিদ

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০২০ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় শিশু লামমিম ফিরে পেল বাবার আদর। দামুড়হুদা উপজেলার-বেড়বাড়ী গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. নাজিম উদ্দিনের (২৮) সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আল আমিনের মেয়ে হালিমা খাতুনের (২৪) বিয়ে হয় ৩ বছর আগে। চার মাস পূর্বে পারিবারিক কারণে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পরিবার সিদ্ধান্ত নেয় বিবাহ বিচ্ছেদের। কিন্তু হালিমা খাতুন ৮ মাস বয়সী পুত্র সন্তানের কথা ভেবে তাঁর স্বামীর সঙ্গে আবার সংসার করার জন্য জেলা পুলিশের উইমেন সাপোর্ট সেন্টারে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত আবেদন করেন। এরপর গতকাল বুধবার দুই পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়। এ সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম নাজিম উদ্দিন ও হালিমা খাতুনসহ পরিবারের সবাইকে বুঝিয়ে তাঁদের সংসার আবার জুড়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।