
আলমডাডাঙ্গা অফিস:
আগামী ১৬ মার্চ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকগণ। সভায় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র জমা দেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়াত আলী, আওয়ামী লীগ নেতা বিপুল জোয়ার্দ্দার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশর আলী।