নতুন ১৯ জন শনাক্ত, করোনায় আ.লীগ নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ, নতুন সুস্থ ২৭ জন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৭ জনে। গতকাল নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলর ৩ জন ও জীবননগর উপজেলা ৭ জন রয়েছেন। এদিকে, করোনা আক্রান্ত হয়ে আলমডাঙ্গা উপজেলার আশাবুল হক ঠাণ্ডু (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৫ জন। আক্রান্তদের বয়স ২২ থেকে ৬৫ বছর পর্যন্ত।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলা সিভিল সার্জন অফিসে ২৫ আগস্ট মঙ্গলবার করোনা আক্রান্ত সন্দেহে প্রেরিত ৪৩টি নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ১৯ জনের নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ২৪ জনের নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলায় নতুন ২৭ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১৮ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৩ জন ও দামুড়হুদা উপজেলা হোম আইসোলেশন থেকে ৬ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৯৮ জন।
করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৪৪ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৪১ জনের ও দামুড়হুদা উপজেলা থেকে ৩ জনের নমুনাসহ সংগৃহীত ৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলর ৩ জন ও জীবননগর উপজেলা ৭ জন রয়েছে। এদিকে, গতকাল করোনা আক্রান্ত হয়ে আলমডাঙ্গা উপজেলার আশাবুল হক ঠান্ডু (৫০) নামের এক বৃদ্ধের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৯ জনের সার্বিক খোঁজখবর নিয়ে তাঁদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে।
২৭ আগস্ট বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৮৩৩টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৫৯৫টি, পজিটিভ ১ হাজার ২০৭ জন, নেগেটিভ ৩ হাজার ৩৮৭ জন। গতকাল প্রেরিত ৪৪টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ২৩৮টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১৮ জন, আলমডাঙ্গা উপজেলা হোম আইসোলেশন থেকে ৩ জন, দামুড়হুদা উপজেলার হোম আইসোলেশন থেকে ৬ জনসহ মোট ২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬৯৮ জন ও মৃত্যু ২৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৩১ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪৩ জন।