নতুন বিজ্ঞাপনে জ্যোতিকা জ্যোতি

39870_joty

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নেহা এস এস পাইপের নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে তাকে। গতকাল এফডিসির তিন নম্বর ফ্লোরে এ বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন জ্যোতি। এ বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মনির হোসেন জীবন। এ বিষয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, অনেক দিন পর নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করলাম। বেশ ভালো আয়োজনে এর কাজ হয়েছে। সবকিছু খুব গোছানো ছিল। কয়েক দিনের মধ্যেই এটির অনএয়ার শুরু হবে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। এদিকে এ বিজ্ঞাপনের বাইরে বর্তমানে বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জ্যোতি। তবে এখন বেছে কাজ করছেন তিনি। সংখ্যার চেয়ে মানেই প্রাধান্য দিচ্ছেন। ছোট পর্দার পাশাপাশি কিছু চলচ্চিত্রেও পাওয়া গেছে জ্যোতিকে। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন মোরশেদুল ইসলাম পরিচালতি ‘অনিল বাগচির একদিন’ ছবিতে। এ ছবির মাধ্যমে প্রশংসিত হন তিনি। এরই মধ্যে জ্যোতি ঘোষণা দিয়েছেন মনমতো হলেই কেবল আর্টফিল্মের বাইরেও বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করবেন তিনি।