চুয়াডাঙ্গা সোমবার , ২০ নভেম্বর ২০২৩

নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

নিউজ রুমঃ
নভেম্বর ২০, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব প্রতিবেদন: ইসরায়েল-গাজা যুদ্ধের মাঝে ইরান প্রথমবারের মতো উন্মোচন করল ফাত্তাহ-২ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্রের পর্দা উন্মোচন করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি। খবর আরাবিয়া নিউজের।প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে আইআরজিসির এরোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান দেশটির সর্বোচ্চ নেতা। সেখানে তিনি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন।ফাত্তাহ-২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তাহ-২’কে এইচজিভি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।