প্রতিবেদক, নতিপোতা:
দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা আসমত আলী। গতকাল মঙ্গলবার বিকেলে নতিপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসমত আলী বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ভাইয়ের হাতকে শক্তিশালী করে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হতে হবে। সকল নেতা-কর্মীকে সঠিক মূল্যায়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দামুড়হুদা উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, ছাত্রদল নেতা শাহীন প্রমুখ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।