ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে গোয়ালন্দ থেকে খুলনাগামী লোকাল ট্রেন নকশিকাঁথার বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ একতারপুর মাঠে নকশিকাঁথা লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে গতরাত থেকেই উদ্ধার কাজ চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোমারকগঞ্জ (কালীগঞ্জ) স্টেশন মাস্টার শাহাজাহান আলী জানান, গোয়ালন্দ থেকে লোকাল ট্রেন নকশিকাঁথা খুলনা অভিমুখে যাচ্ছিল। পথে কালীগঞ্জ সুন্দরপুরে পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হবে। তবে এখন পর্যন্ত খুলনার সঙ্গে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলমান আছে। এ দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।