চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২

নকলের অপরাধে জীবননগরে চার পরীক্ষার্থী বহিষ্কার

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর অফিস: জীবননগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ট্রেড-১ দ্বিতীয় পত্র ড্রেস, ট্রেড-১ দ্বিতীয় পত্র অটোমোটিভ এবং ও ট্রেড-১ দ্বিতীয় পত্র জেনারের মেকানিক্স পরীক্ষায় নকলের দায়ে তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয়, মনোহরপুর হাইস্কুল, উথলী মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, ‘চার শিক্ষার্থীকে নকলসহ ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে খবর দিয়েছিলেন। আমি গিয়ে শিক্ষার্থীদের কাছে নকল পাই। আর তারা সেসব দেখে পরীক্ষার খাতায় লেখার প্রমাণ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।