চুয়াডাঙ্গা শনিবার , ২৩ জুলাই ২০২২

ধান বোঝাই ট্রাকে মিলল ১৫০ বোতল ফেনসিডিল!

নিউজ রুমঃ
জুলাই ২৩, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদ অফিস: ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর৫৮ বিজিবি। গতকাল শুক্রবার উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এসময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ মহেশপুরের কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে।

মহেশপুর৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তল্লাশি করে ট্রাকের মধ্যে ১৫০ বোতল ফেনসিডিল পায়। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

বিজিবি আরও জানান, ভারত থেকে এই ফেনসিডিলের চালান আনার সঙ্গে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে মো. জহিরুল ইসলাম মো. রফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।