কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে জমিজমাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে গতকাল সোমবার সকাল ১০টার দিকে পুর্ব শত্রুতার জেরে ধান্যঘরা দক্ষিনপাড়ার কেয়ামতের ছেলে রশিদুল ওরফে জিয়ারকে কেয়ামতের ছেলে হাইদুল বহু অপকর্মের হোতা আদমব্যাপারী দালাল নাজমুল, শফিকুল, ফারুক মিলে বাঁশের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। কয়েকজন তাদের এ জঘন্য কাজে বাধা দিলে তাদেরও ধাক্কা মেরে ফেলে দেয়। পরে স্থানীয় কয়েকজন মাতব্বর মিলে জিয়ারকে উদ্ধার করে। পরে জিয়ার এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। হাইদুল ও দালাল নাজমুল জিয়ারের উপর হুমকি অব্যহত রেখে বলে আমাদের টাকা আছে, সব ম্যানেজ করে ফেলব।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।