জীবননগরের কেডিকে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে কেন্দ্রীয় নেতা বাবু খান
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলাধীন নবগঠিত কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী তানভির হোসেন রাজিবের পক্ষে ব্যাপক গণসংযোগ করে ধানের শীষে ভোট চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের জীবন মানোন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার এই সময়। আসুন সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন জনগণই সকল ক্ষমতার উৎস। কেডিকে ইউনিয়নের শান্তি-উন্নতি-গণতন্ত্র-উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়ারম্যান পদপ্রার্থী তানভির আহম্মেদ রাজিবকে বিজয়ী করুন।’ গতকাল শুক্রবার খয়েরহুদা গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর খয়েরহুদা, কাশিপুর ও দেহাটির বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে গণসংযোগ করেন। এ সময় কেন্দ্রীয় শ্রমিকদল নেতা নবী চৌধুরী ও তার পুত্র সোহাগ চৌধুরীকে সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মুহূর্তে কেডিকে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভির হোসেন রাজিবের ধানের শীষ প্রতীকের ব্যাপক গণজোয়ার তৈরী করেন। গণসংযোগে অংশ নেন জীবননগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রশিদ, সীমান্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, বাঁকা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী আবুল কাশেম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোনা, দর্শনা পৌর যুবদল নেতা জালাল উদ্দীন লিটন, জাহান আলী, ছাত্রদল নেতা হাসু, জীবননগর উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন আনার, সরোয়ার হোসেন, রফিউল আলীম, জনপ্রতিনিধি পেয়ারা বেগম, মজিবার রহমান, রাসেল, টোকন, মুন্না, লাল মিয়া, তরিকুল, সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম, মনোয়ার হোসেন মাস্টার প্রমূখ।