ধর্ষনের শিকার ভিকটিমের মানবতা ফাউন্ডেশনে অভিযোগ প্রাণনাশের হুমকি : গ্রেফতারে নেই পুলিশি তৎপরতা

Untitled-1

নিজস্ব প্রতিবেদক: ধর্ষনের শিকার দরিদ্র গুহবধু আইনি সহায়তা চেয়ে মনবধিকার সংস্থা মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন। তিনি অভিযোগ করেছেন আসামী গ্রেফতারে পুলিশের তৎপরতা নেই এবং আসামী তাকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাননাশের হুমকী দিচ্ছে। ঘটনায় প্রকাশ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত আইনুদ্দিন এর লম্পট ছেলে শাওন গত ১৬অক্টোবর রাত ৯টা প্রতিবেশী টিটনের স্ত্রী মুসলিমা খাতুনকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এলাকায় শালিসের আয়োজন হয়। বিচার না পেয়ে ভিকটিম ২০অক্টোবর আলমডাঙ্গা থানায় শাওনের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করেন। আসামী প্রকাশ্য ঘুরলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না এমন অভিযোগ বাদীর। আসামী বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। গতকাল ২৪ অক্টোবর বাদী আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. মানি খন্দকার বরাবর আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি এ্যাড. আব্দুল মালেক, সমন্বয়কারী এ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, নারী শিশূ নির্যাতন প্রতিরোধ সেলের অপারেশন অফিসার এ্যাড. জিল¬ুর রহমান জালাল। মানবতা ফাউন্ডেশন ভিকটিমকে যাবতীয় আইনি সহায়তা দেবে।