ধরতে হবে হাল
– এম এ মামুন
ব্যাংকের কাছে কমছে টাকা
বড্ডই টানাটানি,
বিজ্ঞজনে বড়ই চিন্তায়
কি যে হবে জানি?
ব্যাংক তারল্য কমছে কেন
খুঁজতে হবে কারণ?
সঠিক কারণ বের করেই
তারল্য কর ধারণ।
আজ নগদ টাকার টানাটানি
ব্যাংক পাড়াটা ধুকছে,
টাকার আশায় ব্যবসায়ীরা
ব্যাংকে ব্যাংকে ঘুরছে।
নিতে হবে সবার চ্যালেঞ্জ
ধরতে হবে হাল,
ছিড়তে হবে সংকটের জাল
ধরতে হবে হাল।
খবর: (ব্যাংকে নগদ টাকার টানাটানি)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।