বিনোদন প্রতিবেদন:
ভারতজুড়ে বাড়ছে করোনা ভাইরাস। অক্সিজেনের ঘাটতি, হাহাকার অবস্থা দিল্লিতে। মহামারি করোনার সঙ্গে লড়তে নিজেদের মতো করে মানুষের এসে দাঁড়িয়েছেন বলিউড তারকারাও। এবার তাদের নামের সঙ্গে যোগ হলো মিস ইউনিভার্স সুস্মিতা সেনের নাম। সুস্মিতা সেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অক্সিজেনের ঘাটতির জন্য হাসপাতালের সিইও ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। সুস্মিতা টুইট করে লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক বিষয়…অক্সিজেনের ঘাটতি সব জায়গায়। আমি কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছি হাসপাতালের জন্য, কিন্তু মুম্বাই থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না… আমাকে দয়া করে সাহায্য করুন।’ সুস্মিতার অনেক ভক্ত তাকে মুম্বাই থেকে সিলিন্ডার দিল্লিতে পাঠাতে বেশ কিছু পরামর্শ দিতে দেখা গেছে সামাজিক মাধ্যমের পোস্টে।
