চুয়াডাঙ্গা শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত ৩ হাজার রানের রেকর্ড ম্যাক্সওয়েলের

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৯, ২০২০ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এই ইনিংস দিয়েই ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল। বলের সাথে পাল্লা দিয়ে দ্রুত ৩ হাজার রান তোলার বিশ্ব রেকর্ডটি দখলে নিয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রান করতে ২৪৪০টি বল খেলেন ম্যাক্সওয়েল। ফলে ভেঙ্গে যায় ইংল্যান্ডের জশ বাটলারের রেকর্ডটি। ২৫৩২ বল খেলে ৩ হাজার রান করেছিলেন বাটলার। অর্থাৎ বাটলারের চেয়ে ৯২ বল কম খেলেছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৫৭ জন ব্যাটসম্যান ৩ হাজার রান করেছেন। এদের মাত্র ছয়জন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে ৩ হাজার রান করেন। ম্যাক্সওয়েল ও বাটলারের পর এ তালিকায় আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, জেসন রয় ও ভারতের কপিল দেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।