চুয়াডাঙ্গা সোমবার , ২০ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

দ্রুত সময়ের মধ্যে গলাইদড়ি ব্রিজের নাম পরিবর্তনের প্রস্তাব

নিউজ রুমঃ
নভেম্বর ২০, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সম্মিলিত প্রচেষ্টায় সার্বিক সেবা শতভাগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সভার সভাপতি জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেছেন, ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনী তফসিলসহ নির্বাচন কমিশনের সকল প্রকার নিদের্শনা প্রতিপালনে আমাদের সকলকে সর্বাধিক গুরুত্ব দেওয়া কর্তব্যেরই অংশ।

গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএমকে জেলা প্রশাসনের তরফে জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরিচয় করিয়ে দেন। এসময় নবাগত পুলিশ সুপার শুভেচ্ছা বক্তব্যে পরিচয় দিয়ে বলেন, ‘দায়িত্বশীল সকলের সাথে মিলেমিশে তথা সমন্বয়ের ভিত্তিতে দায়িত্বপালন করার প্রগাঢ় ইচ্ছে রয়েছে। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিসহ সর্বক্ষেত্রে উন্নয়নে অবদান রাখতে আন্তরিক প্রচেষ্টায় ঘাটতি থাকবে না।’

সমন্বয় কমিটির সভায় জেলার প্রায় সকল সরকারি দপ্তরের সাথে সমন্বয় ভিত্তিক অগ্রগতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে আলোচনায় উঠে আসে দর্শনার গলাইদড়ি ব্রিজের নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ কৃষি উৎপাদন এবং শহরে গ্রামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পোস্টার অপসারণ প্রসঙ্গ।

জেলা প্রাশাসক বলেন, কৃষি উৎপাদন নিশ্চিত করতে বীজ নিয়ে প্রতারিত মর্মে উত্থাপিত অভিযোগকে খাটো করে দেখার সুযোগ নেই যেমন, তেমনই কৃষককূলকেও সচেতন করতে কৃষি সম্প্রসারণ বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে কর্মশালার আয়োজন করা প্রয়োজন। গলাইদড়ি ব্রিজ সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এ ব্রিজের নাম পরিবর্তনের লক্ষে সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দামুড়হুদা উপজেলা সমন্বয় কমিটি নাম পরিবর্তন করে প্রস্তাবিত নাম উত্থাপন করবে। নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সফল করতে নির্বাচন কমিশন বেশকিছু নির্দেশনা দিয়েছে। যার মধ্যে রয়েছে, পোস্টার অপসারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। এসব নির্দেশনা স্বল্পতম সময়ের মধ্যে প্রতিপালনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হতে হবে।

সভায় নবাগত পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়র, জীবননগর উপজেলা চেয়ারম্যানসহ অনেকেই উপস্থিত থেকে অভিমত ব্যক্ত করেন। জীবননগর উপজেলা চেয়ারম্যান তার নিজ উপজেলার বিভিন্ন স্থানে বিএডিসির সেচ পাম্প স্থাপনে স্বচ্ছ্বতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সিনিয়র সহকারী কমিশনার মিনাহজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।