চুয়াডাঙ্গা সোমবার , ১৯ জুন ২০২৩

দ্বিতীয় দিনে কত আয় করল ‘আদিপুরুষ’

নিউজ রুমঃ
জুন ১৯, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন:

সমালোচনা-আলোচনার মাঝেও থামছে না প্রভাসের নতুন সিনেমা ‘আদিপুরুষ’-এর আয়। গত শুক্রবার (১৬ জুন) ছবিটি মুক্তির পর প্রথম দিনেই আয় করেছিল ১৪০ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিনে আয় করেছে আরও ১০০ কোটি। প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে এক টুইট বার্তায় জানানো হয়, প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ১৪০ কোটি রুপি সংগ্রহ করেছিল। আর দ্বিতীয় দিনে ১০০ কোটি রুপি সংগ্রহ করেছে। সুতরাং দু’দিনে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি। ৫০০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহেই আনুমানিক ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে এবং বক্স অফিস তথ্য মতে, মুক্তির আগেই বিভিন্ন রাইটস থেকে প্রায় ৪৩২ কোটি রুপি আয় করে নিয়েছে আদিপুরুষ। মুক্তির পর নেগেটিভ পর্যালোচনার মুখে পড়েও সিনেমাটি রীতিমতো ঝড়ের গতিতে ছুটে চলেছে। বক্স অফিসে আদিপুরুষ ঝড় কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।