চুয়াডাঙ্গায় আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবলে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় একাদশ ৫-১ গোলে আলমডাঙ্গা উসমানপুর ইলেভেন স্টার ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দৌলৎদিয়াড় একাদশ ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে দৌলৎদিয়াড় একাদশ আরো দুটি গোল করে ব্যবধান বাড়ায়। অবশ্য দ্বিতীয়ার্ধে ইলেভেন স্টার ক্লাব ১টি গোল করে ব্যবধান কিছুটা কমায়। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের বাদশা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অনুর্ধ-১৯ ফুটবল দলের সাবেক গোলরক্ষক আবীর হাসান জোয়ার্দ্দার, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, বাংলাদেশ অনুর্ধ-২০ ফুটবল দলের সাবেক ফুটবলার মুরাদ ফেরদৌস, চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হ্যান্ডবল কোচ মেহেরুল্লাহ মিলু ও ডিএফএ সদস্য হামিদুল ইসলাম সন্টু। মিনিস্টার মাইওয়ান ফ্রিজের পক্ষ থেকে ম্যান অবদি ম্যাচ ও মন্ডল স্পোর্ট রয়েল পার্ট এন্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে ফুটবল এবং ক্রেস্ট উপহার দেয়া হয়। আজ একই মাঠে চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমির মুখোমুখি হবে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব।