চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২

দৈনিক আজকের পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি জয় অসুস্থ

নিউজ রুমঃ
জুলাই ১৯, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ও দৈনিক আজকের পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি আমিরুল ইসলাম জয় মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। এসময় পরিবারের লোকজন জয়কে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। এদিকে তার রক্তক্ষরণের সংবাদ পেয়ে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক মন্ডলী কুষ্টিয়া সদর হাসপাতালে দেখতে যান। জয়ের রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আবু সৈয়েদ মো: আল মামুন রেজা, সহকারি অধ্যাপক, শেখ শফিউজ্জামান, সহ অধ্যাপক, আব্দুল মোনায়েম, মো. মাকসুদুর রহমান, তাপস রশীদ, আব্দুল ওয়াদুদ, গোলাম মুস্তাফা, হাসিবুল হক, জিয়াউর রহমান, আমিরুল ইসলাম,আব্বাস আলী, শরীফুল ইসলাম, গ্রন্থগারিক প্রভাষক খলিলুজ্জামানসহ সকল শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।