প্রযুক্তি ডেস্ক: স্যামসাং মোবাইল বাংলাদেশ, বাংলাদেশের বাজারে গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সর্বশেষ সংস্করণ এবং গ্যালাক্সি এ সিরিজের নতুন মডেল গ্যালাক্সি এ৮ প্লাস উন্মোচন করেছে। গ্যালাক্সি এ৮ প্লাস প্রি-অর্ডারে গ্রামীণফোনের পক্ষ থেকে ৪২ জিবি পর্যন্ত ইন্টারনেট বান্ডেল ও স্যামসাং-এর ‘নেভার মাইন্ড’ অফার সুবিধা এবং নাজিমগড় রিসোর্ট-এ ৩৫% ও আর্টিসানে ২০% ছাড় পাওয়া যাবে।www.preordera8plus.com.পড়স ভিজিট করে অথবা যেকোনো স্যামসাং স্টোর, গ্রামীণফোন সেন্টার ও জিপি অনলাইন শপ থেকে ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার করার মাধ্যমে বিশেষ মূল্য ৬২,৯০০ টাকায় হ্যান্ডসেটটি কেনা যাবে এবং প্রি-অর্ডার সময় শেষে হ্যান্ডসেটটি পাওয়া যাবে ৬৫,৯০০ টাকা মূল্যে। প্রিমিয়াম ডিজাইনের এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে কালো এবং অর্কিড গ্রে রঙে। স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অব মোবাইল মুয়ীদুর রহমান বলেন, ‘গ্যালাক্সি এ৮ প্লাস (২০১৮) স্মার্টফোন ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, বড় ইনফিনিটি ডিসপ্লে এবং অসাধারণ ডিজাইন সম্পন্ন, যা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিজাইনের ঐতিহ্য এবং অভিজ্ঞতা প্রকাশ করে। ফ্ল্যাগশিপ ডিভাইসের নিয়মিত ফিচারের পাশাপাশি গ্যালাক্সি এ সিরিজ এখন আগের চেয়ে স্টাইলিশ, প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি সুবিধাজনক। এই হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করার মাধ্যমে, অপারেটর ও লাইফস্টাইল অফার উপভোগ করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার সুযোগ তৈরি করে দিচ্ছি।’ স্যামসাং গ্যালাক্সি এ৮ প্লাস প্রি-অর্ডার এর সঙ্গে গ্রামীণফোন গ্রাহক ‘ঝঅ৮’ লিখে ৫০০০ নম্বরে এসএমএস করে উপভোগ করতে পারবে ৬ জিবি ইন্টারনেট। এছাড়াও ৫০৫০ নম্বরে ‘ঝঅ৮’ লিখে এসএমএস করে ৪২৭ টাকায় ৩ জিবি ইন্টারনেট কিনলে সঙ্গে ৬ জিবি ভিডিও প্যাক ফ্রি পাওয়া যাবে। পরবর্তীতে ৩ মাসে মোট ৬ বার এই ডাটা অফার উপভোগ করা যাবে।