ইপেপার । আজ বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
নিজস্ব প্রতিবেদক: দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা শহরতলী হায়দারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হায়দারপুর ব্রীজের পাশে একটি মেহগুনি বাগান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- মাগুরা জেলার মহম্মদপুর থানার আমজেদ বিশ্বাস (৪৫) ও শ্রীপুর থানার শ্রী সুজন মিত্র (৩৮) ও দুর্জয় বিশ্বাস (৩৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম ও জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স বিজিবি ক্যাম্প সংলগ্ন হায়দারপুর ব্রীজের পাশে জনৈক আহাদ দফাদারের মেহেগুনি বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় মাগুরা জেলার মহম্মদপুর থানার বনগ্রাম গ্রামের মৃত মোবারেক বিশ্বাসের ছেলে আমজেদ, শ্রীপুর থানার সোনাইকুন্ডি গ্রামের শ্রী নন্দ দুলাল মিত্রের ছেলে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী সুজন মিত্রসহ একই এলাকার বাখেরু গ্রামের শ্রী দুর্জয় বিশ্বাসকে। এসময় আন্ত:জেলা ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানায় পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য আটকের ঘটনায় অভিযানকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই আশরাফ বিশ্বাস জানান, পুলিশ সুপার মাহবুবুর রমহমান পিপিএম স্যারের নির্দেশে আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশিং কার্যক্রম ব্যাপক হারে বাড়ানো হয়েছে। ফলে গতকাল সন্ধ্যার পর জেলা গোয়েন্দা পুলিশ স্বাভাবিক অভিযানে বের হলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একদল আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিয়ে হায়দারপুরে একটি বাগানে অবস্থান করছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের উক্ত টিম অভিযান চালিয়ে দুটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা করে। তিনি আরো বলেন, পালানো ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যহত আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

আপলোড টাইম : ০৮:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
নিজস্ব প্রতিবেদক: দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা শহরতলী হায়দারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হায়দারপুর ব্রীজের পাশে একটি মেহগুনি বাগান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- মাগুরা জেলার মহম্মদপুর থানার আমজেদ বিশ্বাস (৪৫) ও শ্রীপুর থানার শ্রী সুজন মিত্র (৩৮) ও দুর্জয় বিশ্বাস (৩৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম ও জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স বিজিবি ক্যাম্প সংলগ্ন হায়দারপুর ব্রীজের পাশে জনৈক আহাদ দফাদারের মেহেগুনি বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় মাগুরা জেলার মহম্মদপুর থানার বনগ্রাম গ্রামের মৃত মোবারেক বিশ্বাসের ছেলে আমজেদ, শ্রীপুর থানার সোনাইকুন্ডি গ্রামের শ্রী নন্দ দুলাল মিত্রের ছেলে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী সুজন মিত্রসহ একই এলাকার বাখেরু গ্রামের শ্রী দুর্জয় বিশ্বাসকে। এসময় আন্ত:জেলা ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানায় পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য আটকের ঘটনায় অভিযানকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই আশরাফ বিশ্বাস জানান, পুলিশ সুপার মাহবুবুর রমহমান পিপিএম স্যারের নির্দেশে আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশিং কার্যক্রম ব্যাপক হারে বাড়ানো হয়েছে। ফলে গতকাল সন্ধ্যার পর জেলা গোয়েন্দা পুলিশ স্বাভাবিক অভিযানে বের হলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একদল আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিয়ে হায়দারপুরে একটি বাগানে অবস্থান করছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের উক্ত টিম অভিযান চালিয়ে দুটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা করে। তিনি আরো বলেন, পালানো ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যহত আছে।