সমীকরণ প্রতিবেদন:
ভিক্ষা পেশা থেকে স্বেচ্ছায় ফিরে এসে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহের জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চাওয়া চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের জিয়াউর রহমানের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। ডিসি নজরুল ইসলাম এই দৃষ্টি প্রতিবন্ধীকে মুদি দোকান করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সেইসাথে দ্রুত জিয়াকে একটি বাড়ী নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ২৭ শে অক্টোবর দৈনিক সময়ের সমীকরণের হিজলগাড়ী প্রতিনিধি ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ হাসানের ফেসবুক পেজে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের আংশিক দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক জিয়া ভিক্ষা পেশা ছেড়ে দিয়ে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহের জন্য সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও পোস্টটি নজরে পরে চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের পরিচালক শামীম হোসেন মিজির। মিজি সাংবাদিক আরিফের সাথে যোগাযোগ করে ভিক্ষুক জিয়াকে ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করার জন্য সহযোগিতা করতে চাইলে গত পরশু ৩০ শে অক্টোবর শামীম হোসেন মিজি ক্ষুদ্র ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ কিনে জিয়াকে সহযোগিতা করেন। একই সময় সেখানে উপস্থিত হয়ে জিয়াকে সহযোগিতা করেন ভালবাসার বন্ধন দর্শনার সভাপতি সাইফুল ইসলাম পল্টু। সাংবাদিক আরিফ হাসান সেই ছবি আবারও ফেসবুকে পোস্ট দেয়। পোস্ট দেওয়ার সাথে সাথে নজরে পড়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের। জেলা প্রশাসক নজরুল ইসলাম জিয়াকে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক আরিফকে বলেন। সেই নির্দেশনা মোতাবেক গতকাল রোববার দুপুর ১২টার দিকে ভিক্ষুক জিয়াকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে জেলা প্রশাসক ভিক্ষুক জিয়ার সার্বিক বিষয়ে খোঁজখরব নিয়ে তাকে স্থায়ীভাবে ব্যবসা করার জন্য নগদ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। সেই সাথে তার থাকার ব্যবস্থা করার জন্য দ্রুত একটি সরকারি ঘর প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। জেলা প্রশাসকের এমন উদ্যোগ মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সবাই জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেন।
