দৃষ্টিহীন রেজাউল করিমের প্রতি সহানুভূতি দেখালেন এসপি জাহিদ

সমীকরণ প্রতিবেদন:
মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এ ধারাবাজিকতায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম একের পর এক জনমুখী কার্যক্রম গ্রহণ করছেন। এবার দৃষ্টি প্রতিবন্ধী এক কণ্ঠশিল্পীর সাহায্যে এগিয়ে এলেন তিনি।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের মৃত ইসমাইল হেসেনের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করাকালে তিনি পুলিশ সুপারের কথা শুনে অনুপ্রাণিত হন। তিনি জেনেছেন করোনাকালীন সময়ে গরীব দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে ইতোমধ্যে মানবিক পুুলিশ সুপার হিসেবে খ্যাতি অর্জন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। করোনাকালীন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় রেজাউল করিম চরম আর্থিক অনটনে পড়েছেন। বিধায় তিনি গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর সমস্যার কথা জানালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাৎক্ষণিক তাঁর বাড়িতে ২০ কেজি চাল পাঠানোর ব্যবস্থা করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি তাঁর সাধ্যমতো জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এ সময় তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।