সমীকরণ ক্যাপশন দুলছে কৃষকের সোনালি স্বপ্ন বাতাসে 07/05/2020 850 মাঠে কৃষকের সোনালি স্বপ্ন বাতাসে দুলছে। ধানে ধানে ভরে উঠছে মাঠ। সেইসাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। নতুন ধানের উপস্থিতিতে কৃষক পরিবারে লেগেছে আনন্দের ঢেউ। আর সেই আনন্দে বোরো ধান কাটা শুরু করেছে কৃষকরা ।