দুর্গোৎসবে তিন দিনের সরকারি ছুটির দাবি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে জীবননগরে মানববন্ধন
জীবননগর অফিস:
শারদীয় দুর্গোৎসবে তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জীবননগর শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চুয়াডাঙ্গা জেলা সভাপতি শ্রী অনন্ত হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন মহাজোটের সাধারণ সম্পাদক ডা. প্রশান্ত কুমার পুরোহিত ও সহসম্পাদক শ্রী আনান্দ কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শ্রী অশিত কর্মকতার, শ্রী অনন্ত দাস, শ্রী সত্যন দাস, শ্রী সবুজ দাস, শ্রী নিখিল দাস, শ্রী উজ্জ্বল দাসহ স্থানীয় নের্তৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানটিতে এক দিনের সরকারি ছুটি থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পূজা উদ্যাপন সম্ভব হয় না। যার কারণে তিন দিনের সরকারি ছুটির দাবি জানাচ্ছি আমরা।’