পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গার গুলশানপাড়ায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সাকিব (১৭) ও তানিন (১৮) নামের দু’যুবককে পিটিয়ে জখম করেছে একদল যুবক। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাকিবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর একালার পলাশপাড়ার মন্টুর ছেলে সাকিব ও গুলশানপাড়ার তৌফিকের ছেলে তানিন বন্ধুদের সাথে গুলশানপাড়ায় জোলের পাশে বসে ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে ইমন, সজিব, সবুজ ও আরও দুই তিনজন এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে সাকিব ও তানিনকে পিটিয়ে জখম করেছে। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সাকিব ও তানিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে তানিন প্রাথমিক চিকৎসা নিয়ে বাড়ি ফিরলেও সাকিবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল রাতেই সাকিবকে উন্নত চিকৎসার জন্য রাজশাহী নেয়া হয়।