– এম এ মামুন
ঠিকাদারে ঠিক না হলেই
কাজে দেবেন ফাঁকি,
তার পিছনে থাকতে পারে
অফিস টুকিটাকি।
যে দরে তার মসলা কেনা
তেমন হলে কাজ,
ঠিকাদারের আয় রোজগারের
পড়বে মাথায় বাজ।
শিডিউল মতো কাজের মান
হয়নি কোনো কালে,
ঠিকাদারির ঠকবাজিতেই
যেমন আঙুল ফোলে।
বালির জায়গায় দিচ্ছে মাটি
তাওতো ব্যাটা ভালো,
এমন ঠিকাদারের মাথায়
দুধের সিরা ঢালো।
খবর: (জীবননগরে বালির পরিবর্তে মাটি দিয়ে রাস্তা নির্মাণ)

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।