
তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্য মহাসিন ওরফে মোবারক (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান । গ্রেপ্তারকৃত আসামি পাবনা জেলার চরকাতরা গুচ্ছগ্রামের কিতাব সরদারের ছেলে।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কুকিয়াচাঁদপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীর দেওয়া বর্ণনার ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে অনুসন্ধান শুরু করে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা এলাকা থেকে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক এসআই হাসানুজ্জামান, মাসুম বিল্লাহসহ ফোর্স নিয়ে গত শনিবার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে মহাসিন ওরফে মোবারককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন ও মোটরসাইকেলের লক খোলার কাজে ব্যবহৃত লোহার পাতের অভিনব কায়দায় তৈরি চাবি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।