
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে দুই ওষুধ ফার্মেসির মালিককে জরিমানাসহ একটি ফার্মেসি সাতদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সজল আহমেদ জানান, বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স হেলথ এইড মেডিসিন কর্নার নামক ফার্মেসিতে তদারকিকালে র্যাকে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসি মালিক আলমগীর শরীফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স সন্ধানী মেডিকেল হল নামক ফার্মেসিতে তদারকি করা হয়। এসময় র্যাক থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। এছাড়া ওষুধের মূল্য কেটে অধিকমূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ফার্মেসি মালিক বকুল হোসেনকে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ দিনের জন্য ফার্মেসি বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে দুটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক এ কে এম মুহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের একটি দল।