লক্ষীপুরে মসজিদে কমিটি গঠন করাকে কেন্দ্র করে উত্তেজনা
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হারদী ইউনিয়নের লক্ষীপুর জামে মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে নতুন কমিটি গঠনের জন্য জরুরি মিটিং ডাকা হয়। গ্রামের মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিতেক্রমে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন মো. ওমর মালিথা, সিনিয়র সভাপতি কাটু শেখ, সহসভাপতি মো. হানু, সেক্রেটারি আ. মজিদ ও ক্যাশিয়ার পদে মারফত আলীকে নির্বাচিত করা হয়। এই কমিটিকে অস্বীকার করেন আজিমউদ্দিন ও লালন মণ্ডলের দুই ছেলে পান্না এবং পলাশ। এ নিয়ে একপর্যায়ে দুপক্ষের কথাকাটির মধ্যে উত্তেজিত হয়ে সংঘর্ষ বাধে। লালন মণ্ডল ও তাঁর ছেলে মসজিদের জানালায় ইটপাটকেল ছুড়তে থাকেন। ইটের আঘাতে অনেকেই আহত হন। আহতরা হলেন- মারফত আলী, আশরাফুল, ওমর মালিথা ও চায়েন আলী। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা হারদী হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফেরেন। এ ঘটনার পর ওসমানপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, লালন মণ্ডল অভিযোগ করে বলেন, ‘এই পকেট কমিটি আমরা মানি না। এলাকার সবাইকে নিয়ে এই কমিটি নতুন করে গঠন করতে হবে। তিনি জানান, আমার বাড়িতে তাঁরা আক্রমণ করে ও আমার পরিবারের ওপরে হামলা চালায়।’ এ নিয়ে এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ মামলা করার প্রস্তুতি চালাচ্ছিল বলে জানা গেছে।