দুই জা’র ঝগড়ায় প্রাণ গেল ভাসুরের

সমীকরণ ডেস্ক: গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে শামছুল হকের স্ত্রীর সঙ্গে ছোট ভাই আক্তার হোসেনের স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে ছোট ভাই আক্তার বড় ভাই শামছুলকে লাঠি দিয়ে পেটায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামছুল হক (৪২)।নিহত শামছুল হক সলঙ্গা থানার রয়হাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এদিকে ঘটনার পর থেকে ছোট ভাই আক্তার হোসেন মেম্বর পলাতক রয়েছেন।