দর্শনার বারাদী সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

দুই কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে দুই কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ মোছা. শাহানারা (৪৮) নামের এক নারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল বুধবার বেলা একটার দিকে দর্শনার নাস্তিপুর গ্রাম থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। শাহানারা একই গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী। গতকাল রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেয়। বেলা একটার দিকে একটি অটোরিকশা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা গতিরোধ করে। এসময় অটোরিকশায় থাকা মোছা. শাহানারাকে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বিজিবির টহল দলের নারী সদস্যরা তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৫ লাখ। এসময় আরও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হাবিলদার মো. ওবাইদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করে শাহানারাকে হস্তান্তর করেছেন। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।