চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হত্যা মামলা
দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর- আপলোড টাইম : ০৯:৪৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যা মামলার আসামি সেকেন (৫২) ও জাহাঙ্গীরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে শুনানি শেষে তাদের দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
জানা যায়, মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগের সাবেক সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মৃত আমিরুল মণ্ডলের ছেলে সেকেন ও মোমিনপুর গ্রামের মৃত জোহর উদ্দীনের ছেলে জাহাঙ্গীর গত ৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় বিচারক তা নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে ১০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই হাসানুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার দুপুরে দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন চুয়াডাঙ্গা থানা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন।
উল্লেখ্য, গোলাম ফারুক জোয়ার্দ্দার গত ৬ আগস্ট বিকেলে মোটরসাইকেলযোগে নিজ এলাকার মোমিনপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গোলাম ফারুকের ওপর হামলা চালায়। এবং এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফারুক জোয়ার্দ্দারের মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৮ আগস্ট নিহত গোলাম ফারুকের স্ত্রী নাজমিন আরা বাদী হয়ে মঞ্জিলকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মঞ্জিলকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ।