হুসাইন মালিক: চুয়াডাঙ্গার প্রায় ২ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের সদস্যরা। এসময় সহধর্মিনী সবিতা আগরওয়ালা, বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু কুমার আগরওয়ালা ও তার স্ত্রীসহ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। গত শুক্রবার শেষ হয়েছে চুয়াডাঙ্গার পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞনুষ্ঠানটি। গতকালই হেলিকপ্টার যোগে ৫দিনের সফর শেষে ঢাকায় পৌঁেছছেন দীলিপ বাবু ও তার পরিবারের সদস্যরা।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।