চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের কমিটি ঘোষণা

নিউজ রুমঃ
এপ্রিল ১৯, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার চার সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। গত রোববার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সদস্য মো. মোকাররম হোসেন, সদস্যসচিব বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ও তারিকুল আলম জোয়ার্দ্দার বিলু।

উল্লেখ্য, চুয়াডাঙ্গাতে কৃষক দলের কোনো কর্মকা- দৃশ্যমান ছিল না। সংগঠন ছিল না বললেই চলে। দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের কমিটি গঠিত হলো। গত ১৭ মার্চ তারিখে জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৪ সালে জেলা কৃষক দলের সম্মেলন ও কমিটি হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।