আকিমুল ইসলাম: দিন যায়, মাস যায় সরকার বদল হয় কিন্তু বদল হয় না চুয়াডাঙ্গা সদরের অতি সন্নিকটে পদ্মবিলর মানুষের ভাগ্য। বলা হচ্ছে চুয়াডাঙ্গা সদর থেকে মাত্র ৮ কিঃমিঃ দূরে সুবদিয়া (পাঁচমাইল) সরকারী পশু হাসপাতালের কথা। আনুমানিক ২৮ বছর আগে বাংলা ১৩৯৫ খ্রিঃ চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যগে নির্মাণ করা হয় এই পশু হাসপাতালটি। তারপর থেকে ঠিকভাবে চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে ১০-১২ ধরে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে আছে। অত্র প্রতিষ্ঠানটি চলা কালিন সময় শত শত গবাদি পশুর চিকিৎসা দিতো কর্তব্যরত চিকিৎসক কিন্তুু এটি বন্ধ হবার পর অনেক ভূগান্তিতে পড়েছে এলাকার কৃষকসহ নানা পেশার মানুষ। পশুপাখির গুরুত্বপূর্ণ কোন রোগব্যাধি হলে নিয়ে যেতে হয় সুদূর চুয়াডাঙ্গাতে। পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস বলেন প্রতিষ্ঠান টি অনেক বছর ধরে অচল হয়ে আছে এর ফলে অনেকে আবার গবাদিপশু নিয়ে পড়েছে দূর্ভোগে অনেক সময় দ্রুত চিকিৎসার অভাবে অনেক পশুর মৃত্যুও ঘটে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ প্রতিষ্ঠান টি অচল প্রায় ১২ বছর ধরে সরকারি উদ্দ্যোগ না থাকার কারনে হাসপাতালটির চারিপাশে ঝোপ আর লতাপাতায় ঘেরা ঝোপঝাড়ে একাকার হয়ে গেছে দেখে বোঝার উপায় নাই এটি সরকারী পশু হাসপাতাল নাকি অন্য কিছু। আবার হাসপাতালের অধিকাংশ জায়গায় এখন দখলদারদের দখলের কব্জায়। ক্ষমতার দাপটে সরকারী জায়গা হওয়া সত্ত্বেও বেগতিক ভাবে ইচ্ছে মতো তৈরি করা হচ্ছে নানা ধরনেরর ভবন, বিল্ডিং এবং দোকান। আর এসব দেখার যেনো কেউ-ই নাই। সরকারী কর্মকর্তা আর কর্মচারীদের অবহেলার কারণে অরক্ষিত ভাবে পড়ে আছে প্রাণী সম্পদের এই সরকারী পশু হাসপাতালটি। তবে এই পশু হাসপাতালটি যদি আবারও সরকারীভাবে চালু হয় তাহলে এলাকার গৃহপালিত পশু পাখির রোগ বালাইয়ের সমস্যা হলে আর দৌড়াতে হতো না জেলা শহর চুয়াডাঙ্গাতে এবং পড়তে হতো না মহাভুগান্তিতে। এলাকাবাসী “সমীকরণকে উদ্দেশ্য করে জানান, চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া (পাঁচমাইল) বাজারে ২৮ বছর আগে দারিদ্র জনগোষ্ঠীর সুবিধার্থে নির্মাণ করা হয় এই পশু হাসপাতালটি। তারপর থেকেই নিয়মিত ডাক্তারে এখানে চিকিৎসা দিতো সম্পূর্ণ বিনামূল্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ভিড় জমতো এই হাসপাতালটিতে। কিন্তু কয়েক বছর ধরে আর সরকারী পৃষ্টপোষকতার অভাবে কোনো ডাক্তার এখানে আসে না চিকিৎসা দেওয়ার জন্য, তবে এখনও এখানে আছে চিকিৎসার যাবতীয় যন্ত্রপাতি, আছে চিকিৎসা নেওয়া পশু মালিকেরাও কিন্তু নাই ডাক্তার। এ হাসপাতালটি সম্পর্কে পদ্মবিলা ইউপির চেয়ারম্যান আরও জানান, আমি নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠান টি আবারও সচল করার জন্য আমি চুয়াডাঙ্গা জেলার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এই ভাবেই বুক ভরা আশ্বাস নিয়ে দিনের পর দিন পার করছে চুয়াডাঙ্গার পদ্মবিলার পশু পালনকারী কৃষকেরা। আদেও কি কোনো দিন প্রাণী সম্পদের এই পশু হাসপাতালটি চালু হবে তা নিয়েও আছে সংশয়, আছে ভাবনা। এলাকাবাসী জানান যদি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সু-নজর দিতো তাহলে এলাকার নিরীহ জনসাধারণ অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেত।
হোম আজকের পত্রিকা প্রথম পাতা দীর্ঘদিন বন্ধের পরও এখনও চালু হয়নি পদ্মবিলার সরকারী পশু হাসপাতালটি গবাদি পশুর...
সর্বশেষ আপডেট
টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ
সমীকরণ প্রতিবেদন:
দলের বিরুদ্ধে ‘গুজব ঠেকাতে’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট...
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ হবে সিলেটে
সমীকরণ প্রতিবেদন:
কয়েক বছর ধরে সিলেটের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছিল না। তবে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক সূচি ফিরেছে সিলেটে। সেখানকার দর্শকদের জন্য...
আজ বাজেট নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন
সমীকরণ প্রতিবেদন:
প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শনিবার। বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ...
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত শতাধিক
সমীকরণ প্রতিবেদন:
ভারতের ওড়িশা প্রদেশে বালেশ্বরের কাছে কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায়...
অস্বাভাবিক দাবদাহে পুড়ছে দেশ
সমীকরণ প্রতিবেদন:
টানা চার দিন ধরে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র দাবদাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা আবারও...