বিনোদন প্রতিবেদন:
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে সঠিক উত্তর পেতে বরাবরই ব্যর্থ হয়েছেন। দীপিকার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রতিবারই এড়িয়ে গেছেন। অন্যদিকে রণবীর রহস্যময় আচরণ করেছেন। কিন্তু এবার অনেকেই দীপিকা-রণবীরের সংসারে অশনিসংকেত দেখতে পাচ্ছেন। তবে এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন সময় তাদের সম্পর্কের ভাঙনের কথা শোনা গেছে। প্রতিবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এ তারকা দম্পতি। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা গেছে, দুজনের সম্পর্কের ছন্দপতন। আর ভিডিওর সূত্র ধরেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে। অস্কার থেকে ফিরেই দীপিকা-রণবীরের সুখের সংসারে ফাটল ধরতে শুরু করেছে। সদ্য অস্কার থেকে ফিরেছেন দীপিকা। এর মাঝেই একটি অনুষ্ঠানে দেখা মিলল রণবীর-দীপিকার। তবে তাদের ভিডিওতে সন্দেহের আভাস পাচ্ছেন তাদের অনুরাগীরা।