ধর্ম ডেস্ক: রাসূলুল্লাহ (সা.)-এর যুগে ইমান আনার সঙ্গে সঙ্গেই ইমানদাররা নিজ নিজ জাতির মধ্যে দাওয়াতি কাজ শুরু করে দিতেন। আর নবী-রাসূলদের প্রথম ও প্রধান কাজই হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। রেসালতের দায়িত্ব সম্পর্কে সর্বপ্রথম যে ওহি নাজিল হয় তা হলো, ‘হে চাদরাবৃত, উঠুন, সতর্ক করুন’ (সুরা মুদ্দাসসির: ১-২)। রাসূলুল্লাহকে (সা.) তার কাজ সম্পর্কে আল্লাহ বলতে বলেছেন, ‘বলুন, আমার কাজই হলো আল্লাহর দিকে আহ্বান করা’Ñ সূরা ইউসুফ: ১০৮। দাওয়াত প্রদানের ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ বলেন, ‘হে দেশবাসী, একমাত্র আল্লাহর দাসত্ব কর। তিনি ছাড়া তোমাদের আর কোনো আদেশকারী নেই’ (সুরা আরাফ)। দাওয়াতের বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ বলেন, ‘আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন’Ñ সুরা মুদ্দাসসির: ৩। দাওয়াত হবে আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার দিকে। এ দাওয়াত কেবল নামাজ, রোজা বা কিছু আমলের আংশিক দাওয়াত নয়, দাওয়াত হবে দীনের পূর্ণাঙ্গ দাওয়াত। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও’। যে কথা মানবতার কল্যাণের দ্বার উšে§াচিত করে তাই উত্তম কথা। আর উত্তম কথার মধ্যে সর্বোত্তম কথার পরিচয় দিয়ে আল্লাহ বলেন, ‘তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের একজন’Ñ সুরা হা-মীম সিজদা: ৩৩। মহান আল্লাহ দাওয়াতের কৌশল শিক্ষা দিয়ে বলেন, ‘আহ্বান কর তোমার প্রভুর দিকে হেকমতের সঙ্গে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে আর সর্বোত্তম যুক্তি প্রয়োগ করে’ Ñ সুরা না হলো: ১২৫। সুতরাং হিকমত অর্থাৎ মানুষের মনস্তত্ত্ব, পরিবেশ, গ্রহণ, ক্ষমতা ইত্যাদি বুঝে দাওয়াত উপস্থাপন করা। দাওয়াতের ভাষা প্রাঞ্জল, হƒদয়স্পর্শী ও আন্তরিকতাপূর্ণ হওয়া। শক্তির ভাষায় নয়, যুক্তির ভাষায় কথা বলা। দীনের দাওয়াতকে মানুষের মধ্যে অতি দ্রুত গ্রহণযোগ্য করতে দাওয়াত দাতাকে কতগুলো মৌলিক গুণের অধিকারী হতে হবে। পরিশুদ্ধ চিন্তা ও বিশ্বাস, ইসলামের স্বচ্ছ জ্ঞান, কথা ও কাজের মিল এবং ধৈর্যশীল হওয়া তার জন্য জরুরি। দাওয়াত দেয়ার পাশাপাশি এ গুণগুলো অর্জনের অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। তখনই সাধারণ মানুষ দায়ী বা দাওয়াত দাতার কথা অকপটে গ্রহণ করবে।
সর্বশেষ আপডেট
আলমডাঙ্গায় দারিদ্র্য বিমোচনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী...
দর্শনায় ফ্যাশন গার্মেন্টস বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি
দর্শনা অফিস:
দর্শনায় ফ্যাশন গার্মেন্টস বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল...
মেহেরপুরে বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ...
এক ইউপি সদস্যকে পেটালেন অপর মেম্বার
জীবননগর অফিস:
জীবননগরে সার ও বীজ ভাগাভাগিকে কেন্দ্র করে সোহেল রানা শ্যামল মেম্বারকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে অপর ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডলের বিরুদ্ধে। গতকাল...
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা
জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...