দামুড়হুদার চিৎলা হাসপাতালের সামনে বোতলে পেট্রল ঢালার সময় বিপত্তি
নিজস্ব প্রতিবেদক/প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বোতলে পেট্রল ঢালার সময় অগ্নিকাণ্ডে আজিম উদ্দীন (২৫) নামের এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ইলেকট্রনিক্সের দোকানে (ইত্যাদি স্টোর) এ ঘটনা ঘটে। পেট্রলের আগুন দোকানি আজিম উদ্দীনের সমস্ত শরীরসহ দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর দগ্ধ অবস্থায় আজম উদ্দীনকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। দগ্ধ আজিম উদ্দীন উপজেলার চিৎলা ইউনিয়নের হাসপাতালপাড়ার আনসার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আজিম উদ্দীন চিৎলা স্বাস্থ্য কমপেক্সের সামনে একটি দোকান ভাড়া নিয়ে ইলেকট্রনিক্স পণ্য ও পেট্রল বিক্রি করেন। প্রতিদিনের ন্যায় গতকালও তিনি পেট্রল বিক্রির জন্য একটি বোতলে তা ঢালতে থাকেন। কিন্তু দোকানের মধ্যে অন্ধকার থাকায় একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে নাহিদ একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালায়। দিয়াশলাইয়ের কাঠিতে আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পেট্রলে আগুন ধরে তা আজিমের শরীরসহ দোকানের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত আজিমকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আজিমের শরীরে পেট্রলের আগুনে গুরুতর দগ্ধ হওয়ায় চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে সদর হাসপাতালে রেফার্ড করে। বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা আজিমকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজিম উদ্দীনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
অন্যদিকে, স্থানীয় ব্যক্তিরা বালতিতে করে পানি এনে দোকানের আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভার পূর্বেই আজিমের দোকানের সকল মালামালে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর শেখ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিই। তবে অগ্নিকাণ্ডে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পেট্রলের নিকটে দিয়াশলায় জালানোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পেট্রলে আগুন ধরে যাওয়ায় তা সমস্ত দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘পেট্রল ঢালার সময় অগ্নিকাণ্ডে দগ্ধ এক যুবককে বিকেল পাঁচটার দিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর শরীরে বিভিন্নস্থানে গুরুতর দগ্ধ হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’
এ ঘটনায় স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, ‘খোলা বাজারে পেট্রল বিক্রি করা ঠিক না। এখন একটি দোকানে আগুন লেগেছে। আগুন সমস্ত বাজারে ছড়িয়ে পড়লে এ বাজারের ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যেত। খোলা বাজারে পেট্রল বিক্রি যাতে না করতে পারে, সেদিকে প্রশাসনের লক্ষ্য রাখা প্রয়োজন।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, ‘চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইলেকট্রনিক্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। সম্পূর্ণ অসতর্কতার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, ‘দুঃখজনক ঘটনাটি সম্পর্কে আমি জানতে পেরেছি। খোলা বাজারে পেট্রল বিক্রি করা অবৈধ জেনেও অনেকেই লাভের আশায় লুকিয়ে তা বিক্রি করছে। খোলা বাজারে কেউ যেন পেট্রল বিক্রয় না করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’