দিলীপ কুমার হলেন সিআইপি, গর্বিত হলো চুয়াডাঙ্গা
- আপলোড টাইম : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৬৭ বার পড়া হয়েছে
দেশের রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কৃতি ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি মর্যাদায় সম্মানিত হয়ে সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গার সন্তান হিসেবে দ্বিতীয় সফল কৃতি ব্যবসায়ী ব্যক্তিত্ব, যিনি এই সম্মানে ভূষিত হলেন। এর আগে চুয়াডাঙ্গার আরেক কৃতি সন্তান সফল শিল্পপতি বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হাজি মোজাম্মেল হক একই সম্মানে ভূষিত হয়েছিলেন।
গতকাল সোমবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালাসহ ব্যবসায়ীদের হাতে সম্মানসূচক এই সিআইপি কার্ড তুলে দেন।
চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি হওয়ার মাধ্যমে ব্যবসায়-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যবসায়-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসাপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ করে লেটার অব ইনট্রোডাকশন ইস্যু করবে। তিনি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধাও পাবেন। এছাড়া সরকারি এক গেজেটের তথ্য অনুযায়ী, সিআইপি হিসেবে নির্বাচিত ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা সচিবালয়ে প্রবেশে পাস, গাড়ির স্টিকার, জাতীয় অনুষ্ঠান ও সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, সড়ক, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকারসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।
জানা যায়, চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকান্ডে সব সময়ই অবদান রেখে চলেছেন। । তিনি গরীব, দু:খি, মেহনতি মানুষসহ সমাজের উন্নয়নে সর্বদা কাজ করে চলছেন। একই সাথে সাধারণ মানুষের জন্য কাজ করার আগ্রহ তার সর্বদায় রয়েছে।
এদিকে, দেশীয় বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান দিলীপ কুমার আগরওয়ালাকে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, তারা দেবী ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের সামাজিক, ব্যবসায়ীক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বহুল প্রচারিত দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন পত্রিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
উল্লেখ্য, দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পর্যায়ে সম্মানিত, উৎসাহ, উদ্দীপনা ও পারস্পরিক সুষ্ঠু প্রতিযোগিতার আবহ সৃষ্টি করতে সিআইপি কার্ড প্রদান করে বাংলাদেশ সরকার। ২০১৩ সালের সিআইপি নীতিমালা অনুসারে ২০১৫ সালে মোট ১৯টি খাতের ব্যবসায়ীদের এই কার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, অ্যাগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিকজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক এবং টেক্সটাইলসহ বিভিন্ন রপ্তানির পণ্য।