খেলাধুলা প্রতিবেদন:
বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২৭৬ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ পায় ১৯২ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৪৫ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা সাইফ ৩ বাউন্ডারিতে ২০ করেছেন। সাদমানের ব্যাট থেকে এসেছে ২২ রান। সব মিলিয়ে লিড ২৩৭ রানের। প্রথম দুদিন বাংলাদেশ স্বস্তি নিয়ে দিন শেষ করেছিল। তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় দিনের শেষ বিকালে বাংলাদেশ সব কয়টি উইকেট হারলে ওই দিনেই ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষে ১১৪ রান করে জিম্বাবুয়ে। এরপর তৃতীয় দিন মাঠে নেমে আবারও ছন্দে থাকে জিম্বাবুয়ে। তবে সাকিব আর মিরাজের ঘূর্ণিতে ২৭৬ রানেই অললাউট হয়ে যায় জিম্বাবুয়ে। মূলত মিরাজ ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং এলোমেলো করে দেয়। ক্যারিয়ারে অষ্টম ৫ উইকেট পেলেন তরুণ এ ক্রিকেটার। সাকিবের পকেটে গেছে ৪ উইকেট। ১টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস: জিম্বাবুয়ে: ২৭৬/১০, বাংলাদেশ ৪৬৮/১০ দ্বিতীয় ইনিংস: বাংলাদেশ: ৪৫/০।