দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল আর নেই

প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগর উপজেলা যুবলীগের সহসভাপতি ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল (৫০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সন্ধ্যা সাতটায় দারিয়াপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর সঞ্চলনায় জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল প্রমুখ।