চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩

দামুড়হুায় তাড়ি বিক্রির প্রতিবাদ করায় গাছিকে কুপিয়ে জখম

নিউজ রুমঃ
জানুয়ারি ১২, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদা উপজেলায় তাড়ি বিক্রির প্রতিবাদ করায় আব্দুর রহমান (৫০) নামের এক গাছীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ার দিঘীরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আব্দুর রহমান ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মৃত ইদু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফকিরপাড়ার দিঘীরপাড় নামক স্থানে আব্দুর রহমানের একটি খেজুর বাগান রয়েছে। তিনি প্রতিনিয়ত তার বাগান থেকে খেজুর রস সংগ্রহ করেন, রাতে রস চুরি ঠেকাতে তিনি মাঝে মধ্যে রসের ভাড় পাহাড়াও দেন। এরই মধ্যে গতকাল রাতে তিনি নিজ খেজুর বাগানে রস পাহারা দিতে গেলে তার বাগানের পাশের অপর একটি বাগানে কয়েকজনকে তাড়ি বিক্রি ও সেবন করতে দেখেন। এসময় আব্দুর রহমান ওই স্থানে তাড়ি বিক্রির প্রতিবাদ করলে তারা আব্দুর রহমানকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় ব্যক্তি ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

আব্দুর রহমানের ভাতিজি সুবর্ণ খাতুন বলেন, ‘চাচা তার খেজুর বাগান পাহারা করতে গিয়েছিলেন। চাচার বাগানের পাশের অপর একটি বাগানে তাড়ি বিক্রি হয়। চাচা তাদের নিষেধ করলে তারা চাচার হাতে থাকা হাসুয়া কেড়ে নিয়ে তাকেই কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আমরা তাকে হাসপাতালে নিই।’ পরিবারের সদস্যরা এ ঘটনায় আজ দামুড়হুদা থানায় মামলা করবে বলে জানা গেছে।

আব্দুর রহমানের সঙ্গে সদর হাসপাতালে আসা এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গ্রামের কয়েকজন দিঘীরপাড়ের একটি খেজুর বাগানে প্রতিদিন তাড়ি বিক্রি ও সেবন করে। তাড়ি খেয়ে মাতাল থাকা ও তাদের নিকট ধারালো হাসুয়া জাতীয় দেশীয় অস্ত্র থাকায় কেউ সন্ধ্যার পড়ে সেখানে যেতে চায় না। পুলিশ ও প্রশাসন এ বিষয়ে একটি ব্যবস্থ্য গ্রহণ করলে গ্রামবাসী উপকৃত হতো।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আব্দুর রহিমকে জরুরি বিভাগে নেয়। তার নিতম্বে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিাসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দামুড়হুদা থানাধীন ফকিরপাড়ায় তাড়ি বিক্রিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা সম্পর্কে জেনেছি। রাতেই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছিল। অপরাধীকে ধরার জন্য অভিযান অব্যহত রাখা রয়েছে। ভুক্তভোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।