প্রতিবেদক দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে হাতেম আলির গোয়াল ঘর থেকে একটি লাল রঙয়ের বড় গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গতকাল শনিবার রাতে চোরচক্র এই গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুটির দাম প্রায় দেড় লক্ষ টাকা।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে হাতেম আলি প্রতিদিনের মত গরুর খাবার দিয়ে ঘুমাতে যায়। ভোরে উঠে গরুকে খাবার দিতে গিয়ে দেখে তার গোয়ালে গরু নাই। পরে অনেক জায়গায় খোজাখুজি করে কোথাও গরুটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
কান্না জড়িত কন্ঠে হাতেম আলি জানান, সমিতি থেকে ঋণ নিয়ে অনেক কষ্টে গরুটি লালন পালন করছিলাম। এবার কোরবানিতে বিক্রয় করবো বলে আশায় ছিলাম। গরুটি প্রায় দেড় লক্ষ টাকায় বিক্রয় হতো। আমি এখন সর্বশান্ত হয়ে গেলাম। কি করবো ভেবে পাচ্ছি না।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা শুনেছি হাতিভাঙ্গা গ্রাম থেকে একটি গরু হারিয়ে গেছে। এ মর্মে একটি জিডি করার জন্য বলা হয়েছে।