চুয়াডাঙ্গা রবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদা সীমান্ত থেকে সাড়ে ১০ কেজি রুপার গহনা উদ্ধার

নিউজ রুমঃ
অক্টোবর ২, ২০২২ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের তিন রাস্তার মোড় নামক স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বারাদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার জব্বার আলী ফোর্স নিয়ে কামারপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় বাংলাদেশ থেকে ভারত সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেল দেখতে পেলে তাকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে চোরাচালানী পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকির ভেতর লুকিয়ে রাখা প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।