প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার মুন্সিপুর ও কতুবপুর এলাকায় মাদকবিরোধী ও সাজাপ্রাপ্ত আসামিদের আটকের জন্যে বিশেষ অভিযান চালিয়েছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এই অভিযান পরিচালিত হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মো. সামসুদোহা (অপারেশন) ও সেকেন্ড অফিসার এসআই মো. বাকি বিল¬াহ, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর ও মুন্সিপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন। দামুড়হুদা মডেল থানার ওসি বলেন, দামুড়হুদা থানাধীন এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না ও কেউ মাদকাসক্ত হয়ে চলাফেরা করতে পারবে না। আর যাতে এই এলাকায় মাদক ব্যবসায়ী কিম্বা মাদকাসক্ত না থাকতে পারে, তার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হবে।