প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে রাস্তাটি নিচু হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই এক হাঁটু পানি জমত। এতে স্থানীয় জনগণ ও মুসল্লিদের যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে হয়। স্থানীয় জনগণ ও মুসল্লিগণ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর নিকট রাস্তাটি মেরামতের দাবি করেন। গতকাল সোমবার সকালে রাস্তাটি মেরামত সম্পন্ন করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরে বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে হাঁটু সমান জলাবদ্ধতার কারণে সাধারণ জনগণের চলাচলের অসুবিধা হয়। পরে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর নির্দেশে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী রাস্তাটি মেরামত করে দেন। এতে রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়ায় জনগণ ও মুসল্লিগণ চেয়ারম্যানদের সাধুবাদ জানান।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।